'লাভ টুডে' ও 'ড্রাগন'-এর টানা সাফল্যের পর ফের পর্দায় ফিরছেন প্রতিভাবান পরিচালক প্রদীপ রঙ্গনাথন। তার তৃতীয় ছবি 'ডুড' ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তামিল ও তেলেগু, দুই ভাষায় তৈরি এই তরুণমুখর ছবি আসছে চলতি বছরের দীপাবলিতে। ছবি পরিচালনায় রয়েছেন নতুন পরিচালক কীর্তিশ্বরণ, আর প্রযোজনা করেছে দক্ষিণ ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মৈত্রী মুভি মেকার্স।
তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে নির্মিত এই ছবি ইতিমধ্যেই দর্শকের আগ্রহ কুড়িয়েছে তার নতুনত্বপূর্ণ কাহিনি, প্রাণবন্ত অভিনয়শিল্পী ও রোমাঞ্চকর ট্রেলার দিয়ে। এরই মধ্যে ছবিটি ঘিরে দেখা দিয়েছে আরেকটি বড় খবর, ওটিটি স্বত্ব কিনে নিয়েছে জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, যার মূল্য ২৫ কোটি রুপি। এটি ছবিটির ভবিষ্যৎ বাজার সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা স্পষ্ট করে।
‘ডুড’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রদীপ রঙ্গনাথন নিজেই। তার সঙ্গে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা শরথ কুমার, রোহিনী মোল্লেত্তি, হৃদু হারুন এবং দ্রাবিড় সেলভম। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন সাই অভয়ানকর, যিনি ইতিমধ্যেই কয়েকটি হিট গানের জন্য প্রশংসিত হয়েছেন।
ছবিটির মুক্তি নির্ধারিত হয়েছে দীপাবলিতে, যা দক্ষিণ ভারতে অন্যতম বড় উৎসব। সেই সময়কালকে ঘিরে পরিবারের সঙ্গে উপভোগ করার মতো একটি পূর্ণাঙ্গ বিনোদন নিয়ে আসছে ‘ডুড’। প্রেম, হাস্যরস, পরিবারকেন্দ্রিক আবেগ এবং তরুণদের জীবনের নানা দিক একত্রে উঠে আসবে এই ছবিতে।
সবমিলিয়ে 'ডুড' হতে যাচ্ছে এবারের দীপাবলির বড় চমক, যা প্রেক্ষাগৃহে যেমন মাতাবে, তেমনি ওটিটি-তেও দর্শকের ভালোবাসা পাবে বলেই আশা করা যাচ্ছে।
এমআর/টিএ