'বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যে জব্দ করা সম্পত্তি বিক্রির কথা নয়'

বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালে যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের মালিকানাধীন সম্পত্তি লেনদেনের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। যেখানে বলা হয়েছে, লন্ডনে থাকা তাদের বেশ কয়েকটি সম্পত্তি বিক্রি, বন্ধক বা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন দাবি করেছেন, ‘যে সম্পত্তিগুলো বাংলাদেশের অনুরোধে যুক্তরাজ্যে জব্দ বা ফ্রিজ করা হয়েছে, সেগুলো অন্যত্র লেনদেনের কথা নয়।’

রোববার (২০ জুলাই) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. আক্তার হোসেন বলেন, ‘এ বিষয়টি আমার জানতে হবে। এনসিএ (ন্যাশনাল ক্রাইম এজেন্সি-যুক্তরাজ্য নিরাপত্তা সংস্থা) যে কার্যক্রম গ্রহণ করেছে তাতে; যে সম্পত্তিগুলো ইতোমধ্যে ফ্রিজ বা অ্যাটাচ করা হয়েছে সেগুলো অন্যত্র বিক্রি করার কথা নয়। এখান থেকে যেগুলো পাঠানো হয়েছে সেগুলোর ভিত্তিতে তারা তাদের কাজ করেছে। আপনারা যদি সুনির্দিষ্ট কোনো সম্পত্তির কথা বলতে পারেন, সেই ক্ষেত্রে পরবর্তী করণীয় নির্ধারণ করা যাবে। তথ্য উপাত্তের উপর ভিত্তি করে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

এর আগে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের জমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত এক বছরে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানাধীন অন্তত ২০টি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে। এসব আবেদন বিক্রি, হস্তান্তর কিংবা বন্ধক সংক্রান্ত।

প্রসঙ্গত, বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধে গত মে মাসে যুক্তরাজ্যের এনসিএ সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের প্রায় ১ হাজার ৪৭৯ কোটি টাকা মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে। এর আগে গত এপ্রিল মাসে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২ হাজার ৭৭৬ কোটি টাকার সম্পদ যুক্তরাজ্যে জব্দ করা হয়।

দুদকের অনুসন্ধানে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে দেশ-বিদেশে ৩০০টির বেশি সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে আদালত তার ও পরিবারের নামে থাকা ৫৮০টি স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেয়।

চলতি বছরের মার্চে মাসে সালমান এফ রহমানের পরিবারের বিরুদ্ধেও ঋণ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তদন্ত চলাকালে এইসব ব্যক্তিরা যেন সম্পত্তি লেনদেন করতে না পারেন, সে লক্ষ্যে আরও সম্পদ জব্দ ও নজরদারি করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানিয়েছে।

দুদক সূত্র বলছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চললে কিংবা আদালতের আদেশে যদি স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ থাকে, তাহলে সেটি বিক্রি, হস্তান্তর বা বন্ধক রাখা আইনগতভাবে অবৈধ। বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা ও আনুষ্ঠানিক সহযোগিতা প্রয়োজন হওয়ায় তাৎক্ষণিক পদক্ষেপ সব ক্ষেত্রে সম্ভব হয় না।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মেজর জিয়া চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: নাহিদ Jul 20, 2025
img
রাজবাড়ীতে হেলিকপ্টারে চড়ে ইমামের রাজসিক বিয়ে Jul 20, 2025
img
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য Jul 20, 2025
img
জিম্বাবুয়ের হ্যাটট্রিক হার, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড Jul 20, 2025
img
পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের অভিনন্দন জানাল আসিফ মাহমুদ Jul 20, 2025
img
‘ডিজিটাল সুবিধা নাগরিক সেবা কেন্দ্রের আওতায় আনা হচ্ছে’ Jul 20, 2025
img
টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক পলিসির খসড়া পর্যালোচনায় কমিটি গঠন Jul 20, 2025
img
ফ্রান্সের তরুণ স্ট্রাইকারকে ৯০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়াচ্ছে লিভারপুল! Jul 20, 2025
img
লিবিয়া থেকে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন ২ হাজার বাংলাদেশি Jul 20, 2025
img
রাবণের চোখে রামায়ণ, স্বপ্নের ছবির কথা জানালেন মানচু বিষ্ণু Jul 20, 2025
img
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে বিভেদ তৈরি করতে চাই না : সালাহউদ্দিন Jul 20, 2025
img
ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১ Jul 20, 2025
img
রাজপথে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ এখন সময়ের অপেক্ষা : গোলাম মাওলা রনি Jul 20, 2025
img
সাধারণ মানুষদের গণহারে গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন Jul 20, 2025
img
নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবেন না : ইশরাক Jul 20, 2025
img
'কুলি' সিনেমায় সাহসী চরিত্রে থাকছে শ্রুতি হাসান Jul 20, 2025
img
আ.লীগের হরতাল ভারতে নাকি অনলাইনে, প্রশ্ন জাগপার Jul 20, 2025
img
খামেনির শীর্ষ উপদেষ্টার সঙ্গে ক্রেমলিনে হঠাৎ বৈঠক করেছেন পুতিন Jul 20, 2025
img
টঙ্গীতে আওয়ামী লীগের ২ নেতাসহ গ্রেফতার ৭ Jul 20, 2025
img
এখনই ছোট পর্দায় ফিরছেন না দীপিকা Jul 20, 2025