ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য হিমাচলে গতকাল ২০ আগস্ট থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে এ পর্যন্ত নিহতের সংখ্যা পৌঁছেছে ১২০ জনে। হিমাচল রাজ্য সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এসডিএমএ) আজ সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
নিহত ১২৫ জনের মধ্যে অতি ভারী বর্ষণের জেরে ভূমিধস, আকস্মিক বন্যা, বজ্রপাত এবং বাড়ির ছাদ-দেওয়াল ধসে প্রাণহানি হয়েছে ৭০ জনের। আর বাকি ৫৫ জনের মৃত্যু হয়েছে পাহাড়ি রাস্তায় দুর্ঘটনায়।
নিহতরা সবাই রাজ্যের মান্ডি, কাংরা, কুল্লু এবং চাম্বা জেলার। প্রবল বর্ষণের জেরে এই চার জেলার মোট ৪৮০ টি সড়ক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে ধ্বংস হয়েছে ৬৭৬টি পানি সংরক্ষণাগার এবং ১ হাজার ১৯৯টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার (ডিটিআরএস)।
সবচেয়ে বেশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে মান্ডি জেলায়। যে ৪৮০টি সড়ক ধ্বংস হয়েছে, সেসবের মধ্যে ৩১০টিই এই জেলায়।
সড়ক নেটওয়ার্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে আটকা পড়েছেন লোকজন। পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে, তবে এসডিএমএ জানিয়েছে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে কাজ।
রাজ্যের অনেক এলাকায় এখনও বৃষ্টিপাত হচ্ছে। এসডিএমএ কর্মকর্তারা রাজ্যবাসীকে সতর্ক থাকা এবং অত্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
এফপি/এসএন