বিধ্বস্ত বিমানের ইঞ্জিন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সমালোচনার ব্যাপারে সতর্ক করেছেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান।
তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিশ্বাস করবেন না। এটা আমার সবার প্রতি অনুরোধ।” তিনি আরও জানান, “ইঞ্জিনের ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক। আমাদের পাইলটদের বিমানে একটাই ইঞ্জিন থাকে, তাই কোনোভাবেই ইঞ্জিন নিয়ে আপোষ করি না।
এটি প্রযুক্তিগত দিক থেকে পুরোনো হতে পারে, তবে আমরা নির্ধারিত সময়ের তুলনায় এক ঘন্টাও বেশি ফ্লাইট চালাই না। প্রয়োজনীয় সব মেরামত আমরা সম্পূর্ণভাবে করি। তাই এই বিষয়ে কোনও সংশয় নেই।”
তিনি আরও বলেন, “বিকল হওয়ার ঘটনা বলে কয়ে হয় না। তাই এখানে আমার কিছু বলার নাই। আমার মনে হয়না আমরা কোথাও কম্প্রোমাইজ করছি। এটা আমরা নিশ্চিত।”
এসএন