বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ শিকারে গিয়ে বিকল হয়ে যায় ইঞ্জিন। এরপর চার দিন ধরে সাগরে ভাসতে থাকেন ১৮ জেলে। অবশেষে তাদের জীবিত উদ্ধার করেছে নৌ বাহিনী।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে কক্সবাজারের মহেশখালী উপকূল থেকে ২৫ মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।
নৌ বাহিনী জানায়, বঙ্গোপসাগরে অপারেশন প্রতিরোধ, ব্লু গার্ড এবং প্রতিহত এ বানৌজা শহীদ ফরিদ টহলরত অবস্থায় মহেশখালী হতে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার দেখতে পায়। পরবর্তীতে মাছ ধরার ট্রলারের নিকট জাহাজ অবস্থানকালে জেলেরা নানাবিধ সংকেত প্রদর্শন করতে থাকে। যা নৌবাহিনীর নিকট কিছুটা সন্দেহজনক মনে হয়।
পরবর্তীতে ট্রলারের নিকট পৌছানোর পর জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা গত ৪ দিন যাবৎ ভাসমান অবস্থায় রয়েছেন। এরপর নৌবাহিনীর সদস্যরা ট্রলারটি ওই স্থান হতে বিশেষ ব্যবস্থাপনায় টেনে নিয়ে কুতুবদিয়া সংলগ্ন এলাকায় নিয়ে আসেন।
নৌ বাহিনী জানায়, ট্রলারটি ভোলার মনপুরা সংলগ্ন এলাকা থেকে সাগরে মাছ শিকারে গিয়েছিল। যার নাম ‘হাবিবা’। ট্রলারের ১৮ জন জেলে ছিলেন এবং সকলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত করা হয় সকলে সুস্থ আছেন। পরবর্তীতে নৌবাহিনীর সহায়তায় উক্ত ট্রলারটি মেরামতের উদ্দেশ্যে নৌবাহিনী ঘাটি ‘পেকুয়া’ সংলগ্ন স্থানে নিয়ে আসা হয়েছে।
পিএ/টিএ