নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গত শুক্রবার চাষাঢ়ায় অবস্থিত হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হন অন্তত পাঁচজন। সহায়-সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। হতাশ হয়ে গত রোববার (২০ জুলাই) তারা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তার আবেদন জানান।
আবেদন পাওয়ার মাত্র তিন দিনের মধ্যেই বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ২৫ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।
অনুষ্ঠানে দুইজন ব্যবসায়ী তাদের বক্তব্যে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে যাওয়ায় চরম ক্ষতির কথা তুলে ধরেন। তারা একইসঙ্গে দোকান মালিকপক্ষের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ার আক্ষেপ জানান।
জেলা প্রশাসক বলেন, এই অনুদান ক্ষতিগ্রস্তদের পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। ভবিষ্যতে সরকারি সহায়তা এলে তা প্রদান করা হবে। এছাড়া স্বল্প সুদে ব্যাংক ঋণের বিষয়েও আলোচনা চলছে।