গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ইসরাইলি প্রস্তাবে নিজেদের প্রতিক্রিয়া জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। দোহায় চলমান আলোচনার সাথে সংশ্লিষ্ট দুটি ফিলিস্তিনি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসরাইলি কর্মকর্তারা এখন হামাসের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে।
টেলিগ্রামে এক পোস্টে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলেছে, ‘হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে তার এবং ফিলিস্তিনি দলগুলোর প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে।’
সূত্র জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ায় গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ধারাগুলোতে সংশোধনী, ইসরাইলি সেনাবাহিনী যে অঞ্চলগুলো থেকে প্রত্যাহার করবে তার মানচিত্র এবং সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করার নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়েছে।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তারা এখন হামাসের প্রতিক্রিয়া খতিয়ে দেখছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত মঙ্গলবার (২২ জুলাই) হামাস একটি প্রস্তাব জমা দিয়েছিল।
তবে আরব মধ্যস্থতাকারীরা তা দ্রুত প্রত্যাখ্যান করেন। এমনকি তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে প্রস্তাবটি আলোচনা করতে অস্বীকৃতি জানান এবং সেই সঙ্গে হামাসকে আরও গ্রহণযোগ্য প্রস্তাব দেয়ার আহ্বান জানান।
হামাস সেই দাবিতে সম্মত হয়। এক ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, হামাস মঙ্গলবার যে প্রস্তাব দিয়েছিল, তার কিছু দাবি সর্বশেষ প্রস্তাব থেকে বাদ দেয়া হয়েছে। ইসরাইল এখন হামাসের নতুন প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে খতিয়ে দেখছে বলেও জানান তিনি।
এমআর/এসএন