টানা বৃষ্টির কারণে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে খাগড়াছড়ি-সাজেক সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনায় বন্ধ হয়ে যায়। এর প্রায় নয় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা তিনটায় সাজেকে আটকে পড়া পর্যটকদের বহনকারী গাড়িগুলো ফিরতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।
তিনি জানান, দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু হওয়ার পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয় এবং আটকে পড়া পর্যটকদের বহনকারী গাড়িগুলো যাত্রা শুরু করে।
এখন পথটি স্বাভাবিক আছে। অন্তত চার শতাধিক পর্যটক আটকে পড়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।
রিসোর্ট অ্যান্ড কটেজ অ্যাসোসিয়েশন অব সাজেক-এর সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরে গেছেন এবং সকাল সাড়ে ১০টার আইনশৃঙ্ক্ষলা রক্ষা বাহিনীর স্কটটা আড়াইটা বাজে সাজেক ছেড়েছে, আর খাগড়াছড়ি থেকে যেটা আসবে সেটাও সেখান থেকে ছেড়েছে বলে জেনেছি। এখন পর্যটকরা আসতে ও যেতে পারবেন, কোনো সমস্যা নাই।
এমকে/এসএন