বীমা কোম্পানি থেকে ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেতে নিজের দুই পা কেটে ফেলার ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। ৪৭ বছর বয়সী এক ব্রিটিশ সার্জন এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে, যা দেশটির স্বাস্থ্য ও বীমা খাতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সার্জনের নাম ড. ক্রিস্টোফার মেইনস। তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ এবং ঋণে জর্জরিত ছিলেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তিনি এ পরিকল্পনা করেন।
বীমা কোম্পানিগুলোকে তিনি ২০১৯ সালে জানান, সেপসিসে আক্রান্ত হয়ে তার দুটি পা কাটা গেছে। এরপর তাদের কাছে ক্ষতিপূরণের অর্থ দাবি করেন তিনি।
প্রাথমিকভাবে বীমা কোম্পানি তার দাবি মেনে নিলেও, পরবর্তীতে তাদের সন্দেহ হয়। তদন্তে নেমে বীমা কোম্পানির প্রতিনিধিরা দেখতে পান, মেইনসের আঘাতের ধরণ সাধারণ পা কাটার সঙ্গে মেলে না। তারা আরও তদন্ত করে জানতে পারেন, মেইনস নিজেই ধারালো অস্ত্র দিয়ে তার পা কেটে ফেলেছেন! এই কাজে তাকে একজন অপরিচিত ব্যক্তি সাহায্য করেছে বলেও তদন্তে উঠে এসেছে।
মেইনসের বিরুদ্ধে পরবর্তীতে প্রতারণা ও বীমা জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় যুক্তরাজ্যের বীমা কোম্পানিগুলো নতুন করে তাদের নীতিমালা পর্যালোচনা শুরু করেছে।
সূত্র: দ্য টেলিগ্রাফ
এফপি/টিএ