উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আয়মান নামে ১০ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়।
চিকিৎসকরা জানান, আয়মানের শরীরের ৪৫ শতাংশ বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যু ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট মৃত্যু ৩২ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।
এসএন