কোল্ডপ্লের একটি কনসার্টে একসঙ্গে অন্তরঙ্গভাবে ধরা পড়ার পর মার্কিন টেক কম্পানি ‘অ্যাস্ট্রোনোমার’-এর দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। কম্পানির প্রধান পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবটও পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এর এক সপ্তাহ আগেই কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠানো হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে তিনি পদত্যাগ করেন।
এ ঘটনা কোল্ডপ্লের ১৬ জুলাইয়ের বস্টন কনসার্টে ‘কিস ক্যাম’ ঘিরে তৈরি হওয়া এক অপ্রত্যাশিত ঘটনা। যা সামাজিক মাধ্যমে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছে। আলোচনার কেন্দ্রে নেই ব্যান্ড বা গান, বরং ক্যামেরাবন্দি হওয়া এই ‘পরকীয়া প্রেম’ এবং তার সম্ভাব্য পরিণতি নিয়ে ওঠে গুঞ্জন। ওই ভিডিওতে থাকা দুজনই একই প্রতিষ্ঠানের কর্মী এবং পরকীয়া প্রেম করতে গিয়ে ‘কিস ক্যামে’ ধরা পড়েন।
ঘটনাটি ঘটেছে বোস্টনে। কনসার্টের সময় বড় পর্দায় এক নারী ও পুরুষকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা যায়। তারা হলেন অ্যাস্ট্রোনোমার নামের কম্পানির সিইও অ্যান্ডি বায়রন ও প্রতিষ্ঠানটির চিফ এইচআর অফিসার ক্রিস্টিন ক্যাবট। দুই জনই বিবাহিত।
এই ভাইরাল ভিডিও সিইও অ্যান্ডি বায়রনের স্ত্রীর হাতে গিয়েও পড়েছে। এরপরই স্ত্রী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বামীর কাছ থেকে নেওয়া উপাধি সরিয়ে ফেলেন। এই দৃশ্য দেখে মঞ্চ থেকে কল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন মজা করে বলেন, ‘ওদের দেখুন... হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!’ ভিডিওটি প্রথমে টিকটকে প্রকাশ পায় এবং এরপর তা মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। ভিডিওটি নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে ছড়িয়ে পড়ে, মিমে রূপ নেয় এবং টেলিভিশনেও উপহাসের বিষয় হয়ে দাঁড়ায়।
ক্যামেরা তাদের দিকে ঘুরতেই, মুহূর্তেই দুজন বিচলিত হয়ে পড়েন, তাড়াতাড়ি একে অন্যের কাছ থেকে সরে গিয়ে নিজেদের মুখ লুকাতে চেষ্টা করেন।
ইন্টারনেটজুড়ে আলোচনার প্রেক্ষিতে অ্যাস্ট্রোনোমার কম্পানি জানায়, তারা ঘটনাটি তদন্ত করছে এবং সিইও-কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরদিনই অ্যান্ডি বায়রন পদত্যাগ করেন।
পরে কম্পানির সহপ্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি-জয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নেন। তিনি বলেন, ‘গত কয়েকদিনের ঘটনা এমন এক মাত্রায় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে, যা সাধারণত বড় কম্পানিগুলোর ক্ষেত্রেই দেখা যায়- স্টার্টআপ হিসেবে এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা।’
অ্যাস্ট্রোনোমার মূলত ডেটা, অ্যানালিটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করে। ডি-জয় জানান, এই পরিস্থিতির মধ্যেও কম্পানি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এবং ‘কিছু অসাধারণ’ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
সূত্র : বিবিসি
কেএন/এসএন