যুদ্ধের দ্বিতীয় ধাপে প্রস্তুত ইসরায়েল

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েল-ইরান সম্পর্ক আরও একবার সংঘাতের দ্বারপ্রান্তে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করার পাঁয়তারা করছে, যেখানে বিভিন্ন গোপন অভিযান এবং আন্তর্জাতিক কূটনীতিক তৎপরতা সেই প্রস্তুতির ইঙ্গিত বহন করছে।


গত মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ইরানি সামরিক বাহিনীর কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন, এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রকেও তারা এই যুদ্ধে যুক্ত করে ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

যুদ্ধশেষে ইসরায়েল বিজয়ের দাবি করলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি ‘গ্যাসের প্যাডেল থেকে পা সরাবেন না’। তার মানে, আবার হামলার ইচ্ছা রয়েছে এবং সে জন্য উপযুক্ত সময় ও অজুহাতের অপেক্ষায় রয়েছেন।

তবে বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় দফা হামলা চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হবে, যা বর্তমান প্রেক্ষাপটে সহজ নয়। বিশেষত, সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে মার্কিন উদ্বেগ রয়েছে।

ইসরায়েলের আগের হামলায় ১০০০ এরও বেশি ইরানি এবং ২৯ জন ইসরায়েলি নিহত হন। যুদ্ধ শুরুর কারণ হিসেবে ইসরায়েল দাবি করে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে আত্মরক্ষামূলকভাবে আক্রমণ চালিয়েছে। অথচ ইরান বহুদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে।

ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান আশঙ্কা প্রকাশ করেছেন, যুদ্ধবিরতি বেশিদিন টিকবে না। তিনি জানান, তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজন হলে ইসরায়েলের গভীরে আঘাত হানতে প্রস্তুত।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জুলাই মাসে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছেন যাতে ইরানের ওপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর করা যায়। আগস্টের মধ্যে নতুন কোনো পারমাণবিক চুক্তি না হলে এই নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, যা ইসরায়েলকে হামলার ‘রাজনৈতিক সুযোগ’ এনে দিতে পারে।

বিশ্লেষক ট্রিটা পার্সি বলেন, ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে ইরানকে সিরিয়া বা লেবাননের মতো করে ফেলা,যেখানে যখন খুশি তারা হামলা চালাতে পারে। অপরদিকে, ইসরায়েলি গবেষক ওরি গোল্ডবার্গ জানান, ইরানে ইসরায়েলের গোপন নেটওয়ার্ক এখনো সক্রিয়। জুনের যুদ্ধেই তার প্রমাণ মিলেছে স্থানীয় এজেন্ট ও ড্রোন ব্যবহার করে ইসরায়েল ভেতর থেকে ইরানে বিস্ফোরণ ঘটায়।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইরানে ঘনঘন অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পেছনে ইসরায়েলি গুপ্তচরবৃত্তি দায়ী, যার মধ্যে অ্যাপার্টমেন্ট, তেল শোধনাগার, কারখানা ও বিমানবন্দর এলাকা রয়েছে।

ইসরায়েলি রাজনৈতিক পরিস্থিতিও এই আগ্রাসী নীতিকে উৎসাহিত করছে। গাজায় চলমান যুদ্ধ নিয়ে অভ্যন্তরীণ সমালোচনা বাড়লেও ইরান নিয়ে জাতীয় ঐক্য রয়েছে, এবং নেতানিয়াহু এই ইস্যুতে জনসমর্থন আদায়ে আগ্রহী।

ইরানও আর কোনোভাবে অপ্রস্তুত থাকতে চায় না। তারা যেমন সম্ভাব্য কূটনৈতিক চুক্তির চেষ্টা করছে, তেমনি সামরিকভাবে সর্বদা প্রস্তুত রয়েছে। ইরান বিশ্লেষক নেগার মোর্তাজাভির মতে, “তারা জানে চুক্তি হলে ইসরায়েলি হামলার সম্ভাবনা কমবে।”

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী রুমা গ্রেপ্তার Nov 04, 2025
img
মনোনয়ন না পেয়ে কনকচাঁপার ফেইসবুক পোস্ট Nov 04, 2025
img
নারী ক্রিকেটে গ্রুপিং নিয়ে তীব্র সমালোচনায় জাহানারা আলম Nov 04, 2025
img
মনোনয়ন না পেয়ে যুবদলের নয়নের মন্তব্য Nov 04, 2025
img
আলউলার মরুভূমিতে ভ্রমণ ডায়েরি শেয়ার করলেন সারা আলি খান! Nov 04, 2025
img
যুক্তরাষ্ট্রে শাটডাউনের ৩৫তম দিন; বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় Nov 04, 2025
img
বাবার পরিচয় জানতে ইউএনওর ডিএনএ পরীক্ষা করবে দুদক Nov 04, 2025
img
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত Nov 04, 2025
img
স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন অসুস্থ মাহমুদউল্লাহ Nov 04, 2025
img
মান্ধানাকে পিছনে ফেলে আইসিসি তালিকার শীর্ষে উলভার্ট Nov 04, 2025
img
বিদেশি সম্প্রচার বন্ধ: বাইরের দুনিয়ার খবরাখবর থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া Nov 04, 2025
img
ডিএসইর সূচক ৪ মাস আগের অবস্থানে, কমলো লেনদেনও Nov 04, 2025
img
রিজার্ভ চুরি মামলায় তদন্ত প্রতিবেদনের তারিখ ৮ ডিসেম্বর Nov 04, 2025
img
আমরা কিভাবে বেঁচে থাকতে চাই?: চঞ্চল চৌধুরী Nov 04, 2025
img
বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়ে আদানির চিঠি Nov 04, 2025
img
রোমে মধ্যযুগীয় টাওয়ার ধসে প্রাণ গেল শ্রমিকের Nov 04, 2025
img
নিবন্ধন পেলো ৩ রাজনৈতিক দল: ইসি সচিব Nov 04, 2025
img
৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ Nov 04, 2025
img
শেখ হাসিনা আজ দেশছাড়া, রয়ে গেছে প্রথম আলো: মতিউর রহমান Nov 04, 2025
img
সেঞ্চুরি করে মুশফিকের ‘খ্যাপাটে’ উদযাপন Nov 04, 2025