খুলনার বড় মির্জাপুর এলাকায় অবস্থিত একটি ছাতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাতে রহমান ছাতা কোম্পানির বহুতল ভবনের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ভবনের তৃতীয় তলায় আগুনের ফুলকি দেখতে পান তারা। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
এদিকে, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দিলে মোট আটটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এমকে/এসএন