ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রীকে ‘পুরুষ’ হিসেবে অভিহিত করায় যুক্তরাষ্ট্রের এক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে মামলাটি হয় বলে জানিয়েছেন ম্যাক্রোঁ ও তার স্ত্রীর এক আইনজীবী।
ক্যানডেস ওয়েন্স নামের ওই ইনফ্লুয়েন্সার একাধিকবার দাবি করেছেন, ম্যাক্রোঁর স্ত্রীর একজন পুরুষ।
ফরাসি প্রেসিডেন্টের আইনজীবী বলেছেন, যদি তিনি এমনটি বলতে থাকেন তাহলে তার বিরুদ্ধে ‘উল্লেখযোগ্য’ ক্ষতিপূরণ চাওয়া হবে।
আইনজীবী টম ক্লেয়ার সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, বুধবার ওই মার্কিনির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। এর আগে তার সঙ্গে এ ব্যাপারে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও; সেগুলো ফলপ্রসু না হওয়ায় শেষ উপায় হিসেবে মামলা করা হয়েছে।
ম্যাক্রোঁ ও তার স্ত্রী ২০০৭ সাল থেকে বিবাহিত। অপরদিকে তিনি ২০১৭ সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
ওই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর স্ত্রী নারী হিসেবে জন্মেছিলেন, নারী হিসেবেই তিনি বেড়ে উঠেছেন এবং তিনি সবসময় নারীই ছিলেন।
এদিকে ক্যানডেস ওয়েন্সের ইউটিউব চ্যানেলে ৪৫ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। সেখানে তিনি এর আগেও বিভিন্ন আপত্তিজনক কথা বলেছিলেন।
এফপি/ এসএন