নিরাপত্তা শঙ্কায় রুশ নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল

নিরাপত্তা উদ্বেগের কারণে রাশিয়ার নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। আজ মস্কো এই তথ্য নিশ্চিত করেছে, যদিও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থাগুলোকে বলেছেন, "সাধারণ পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক রয়েছে। নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"

জুলাই মাসের শেষ রোববার পালিত নেভি ডে বা নৌবাহিনী দিবসের প্রধান আকর্ষণ ছিল এই কুচকাওয়াজ, যা রাশিয়ার নাবিকদের সম্মান জানাতে উদযাপিত হয়। সেন্ট পিটার্সবার্গ শহরের উপকূলে যেসব যুদ্ধজাহাজ ও সাবমেরিনের কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল, সেই শহরের স্থানীয় কর্তৃপক্ষ গত শুক্রবারই অনুষ্ঠান বাতিলের ঘোষণা দিয়েছিল, তবে তখনো কোনো কারণ জানানো হয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৭ সালে নেভি ডে পুনরায় চালু করেন, যা সোভিয়েত আমলে প্রায় চার দশক বন্ধ ছিল। আজ এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেনে অভিযানরত রুশ নাবিকদের 'সাহসিকতা' ও 'বীরত্বের' প্রশংসা করেন। নৌবাহিনীর বড় পরিসরের মহড়া 'জুলাই স্টর্ম'-এ অংশগ্রহণকারী রুশ সেনাদের উদ্দেশে পুতিন বলেন, "আমরা এবারের নৌবাহিনী দিবস কর্মব্যস্ত পরিবেশে উদযাপন করছি।"

গত সপ্তাহে শুরু হওয়া এই মহড়া বাল্টিক ও কাস্পিয়ান সাগর ছাড়াও আর্কটিক ও প্রশান্ত মহাসাগরেও পরিচালিত হচ্ছে। পুতিন জানান, এতে ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, "রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ এবং আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করাই লক্ষ্য।"

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া প্রতিদিন দেশটির বিভিন্ন অংশে বোমা হামলা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে রুশ ভূখণ্ডে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা বেড়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার রাতে অন্তত ১০০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে অন্তত ১০টি সেন্ট পিটার্সবার্গ শহরের কাছাকাছি এলাকায় গুলি করে নামানো হয়।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্দার দ্রোজদেঙ্কো জানিয়েছেন, এতে একজন নারী আহত হয়েছেন। এই ড্রোন হামলার কারণে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয় এবং অনেকগুলো ফ্লাইট বিলম্বিত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। ক্রেমলিন জানিয়েছে, পুতিন আজ সেন্ট পিটার্সবার্গে সফররত ছিলেন।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে ড্রোন হামলা ইউক্রেনের Sep 14, 2025
img
ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা Sep 14, 2025
img
লন্ডনে অভিবাসনবিরোধী লাখো মানুষের বিক্ষোভ Sep 14, 2025
img
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪ Sep 14, 2025
img
ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় হাতছাড়া, ড্র নিয়ে ফিরল চেলসি Sep 14, 2025
img
দুপুরের মধ্যে খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস Sep 14, 2025
img
সাদাপাথর লুটকাণ্ডে পদ হারানো বিএনপি নেতা র‌্যাবের হাতে গ্রেপ্তার Sep 14, 2025
img
প্রয়োজনে আগামীকাল নির্বাচন দিন কিন্তু নতুন সংবিধান লাগবে: হাসানাত Sep 14, 2025
img
ভাঙ্গায় আবারও ৩ দিনের মহাসড়ক অবরোধ ঘোষণা Sep 14, 2025
img
জয়ে ফিরল আর্সেনাল Sep 14, 2025
img
এমবাপ্পে-গুলেরের নৈপুণ্যে ১০ জন নিয়েও রিয়ালের জয় Sep 14, 2025
img
বলিউড গানে বিশ্ব কাঁপানো ভাইরাল নাচের ঝড় Sep 14, 2025
img
আইসল্যান্ডে শুটিং করা একমাত্র বলিউড গান ‘গেরুয়া’ Sep 14, 2025
‘ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে’ Sep 14, 2025
ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন তারেক রহমান Sep 14, 2025
তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোনিবেশের ডাক রুহুল কবির রিজভীর Sep 14, 2025
img
রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে ফরিদা পারভীনের মরদেহ Sep 14, 2025
জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল Sep 14, 2025
img
অক্টোবরেই মুম্বাইয়ে শুরু হচ্ছে বলিউড মিউজিক প্রজেক্ট ২০২৫ Sep 14, 2025
img
নির্বাচনে একবারের জন্য আমাদের ক্ষমতায় এনে পরীক্ষা করুন: মুফতি ফয়জুল করীম Sep 14, 2025