গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘ফ্যাসিবাদের পর এবার ফ্যাসিবাদের ব্যবস্থাকেও বিদায় করা হবে, এটা আমাদের সংগ্রাম।’
রবিবার (২৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল জেলার উদ্যোগে জুলাই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘বছরের পর বছর লড়াই করে মানুষ ধীরে ধীরে বারুদের স্তূপে পরিণত হয়েছিল। বিশেষ করে ২০১১ সালে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে সংবিধান সংশোধন করল, তখন বোঝা গেছে তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়।
তাদের বাসনা ছিল নিজেদের চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করা।’
তিনি বলেন, ‘আমাদের অনেক আত্মত্যাগ রয়েছে। বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, গুম-খুন করা হয়েছে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।’
গণসংহতির এই নেতা বলেন, ‘অনেকেই গণতন্ত্র ও দেশের উন্নতির কথা বলেন। কিন্তু তাদের গণতন্ত্র ও দেশের উন্নতির মধ্যে আমাদের শ্রমিক নেই, নারী নেই, নিপীড়িত জাতি ও জনগোষ্ঠী নেই। আমাদের তরুণ ছাত্রও নেই। আগামী দিনের এই তরুণদের কাজে লাগাতে হবে।
তরুণদের কাজে লাগাতে হলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান তৈরিতে নতুন নীতি দরকার।’
টাঙ্গাইল সদর উপজেলার আহ্বায়ক মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের টাঙ্গাইল জেলা সংগঠক ফাতেমা রহমান বিথি, পৌর কমিটির সদস্যসচিব ফারজানা জেসমিন নিহত মারুফের মা মোরশেদা বেগম প্রমুখ।
এ সময় জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্য এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিএ/ এসএন