বাংলাদেশ পুলিশ কমিশন নামে স্বাধীন কমিশন গঠনে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তিনি বলেন, ‘পুলিশ কমিশনের বিষয়ে আমরা একমত। গঠনপ্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনায় একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে। যা পুলিশের জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিত করবে, জনবান্ধবতা নিশ্চিত করবে।’
রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ এসব কথা বলেন।
তিনি জানান, একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে রাষ্ট্রের মূলনীতির বিষয়ে একমত হওয়া যাচ্ছে না বলে জানান আলী রীয়াজ। তিনি বলেন, রাষ্ট্রের মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করার পক্ষে বিপক্ষে মত এসেছে। এ বিষয়ে কমিশন পরে মতামত জানাবে।
সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে এখনও একমত হয়নি। ৩০০ আসনে ১/৪ বা ১/৫ সরাসরি নারী প্রার্থী মনোনয়ন দিতে কমিশ সুপারিশ করেছে। এ বিষয়ে আলোচনা চলছে।
ইউটি/এসএন