ইউক্রেনে অভিযানের সময় রুশ বাহিনী ২৪ ঘণ্টায় ৫৩টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং ৮টি স্টারলিংক স্যাটেলাইট স্টেশন ধ্বংস করেছে বলে খবর পাওয়া গেছে।
ব্যাটলগ্রুপ ইস্টের মুখপাত্র আলেকজান্ডার গোর্দেয়েভ রোববার (২৭ জুলাই) রুশ বার্তা সংস্থা তাস-কে বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ব্যাটলগ্রুপ ইস্ট আটটি মার্কিন-নির্মিত স্টারলিংক স্যাটেলাইট স্টেশন এবং ১৩টি ইউক্রেনীয় ইউএভি (মানবিকহীন আকাশযান) নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস করেছে।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টার মধ্যে শত্রু পক্ষ আনুমানিক ১৯০ জন কর্মী, একটি সাঁজোয়া যুদ্ধ যান, আটটি মোটরযান, আটটি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ স্টেশন এবং ১৩টি ইউএভি নিয়ন্ত্রণ পোস্ট হারিয়েছে।’
ব্যাটলগ্রুপ ওয়েস্টের মুখপাত্র লিওনিদ শারভ রোববার তাস-কে জানান, ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় সেনা হতাহত এবং ৪১টি ইউএভি নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস হয়েছে।
রাশিয়া শনিবার (২৬ জুলাই) জানায়, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের আরও দুটি গ্রাম দখল করেছে। একইদিনে একাধিক রাশিয়ান আক্রমণ প্রতিহত করার খবর দেয় কিয়েভ। এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনে ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং স্টারলিংক স্যাটেলাইট স্টেশন ধ্বংসের খবর মিললো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সাপ্তাহিক প্রতিবেদনে জানায়, দোনেৎস্ক অঞ্চলের জেলেনি গাই এবং দনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্টের মালিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে।
প্রতিবেদন অনুসারে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বাহিনীর মোতায়েন করা পাঁচটি ‘হিমারস’ রকেট এবং ২৫৭টি ড্রোনকে বাধাগ্রস্ত করে ধ্বংস করেছে।
এদিকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের যুদ্ধক্ষেত্রের আপডেটে জানিয়েছে, শনিবার বিকেল পর্যন্ত সম্মুখ সারিতে ৬৯টি যুদ্ধ সংঘটিত হয়েছে, যেখানে ইউক্রেনীয় বাহিনী কয়েক ডজন রুশ আক্রমণ প্রতিহত করেছে।
সূত্র: প্রেস টিভি
পিএ/ এসএন