ভিয়েতনাম যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে থেকে ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬)। তারা চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
গত শনিবার ইন্ডিগোর বিমানে করে ভিয়েতনাম যাওয়ার কথা ছিল তাদের। এ সময় অভিবাসন অর্থার ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট চেকিং করতে দিলে পরীক্ষা করে দেখা যায়, তাদের পাসপোর্টটি ভুয়া। পরে তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
জানা গেছে, বাবলা বড়ুয়া ও চয়ন বড়ুয়া ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে কলকাতা থেকে ভিয়েতনামের হো চি মিন সিটিতে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু পাসপোর্ট চেকিংয়ের সময় ধরা পড়ে যান তারা।
এয়ারপোর্ট থানা সূত্রে জানা যায়, ২০১৭-১৮ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ওই দুই যুবক ভারতে আসেন। তারপর তারা মহারাষ্ট্রের পুনেতে যান। সেখানে নকল কাগজপত্র তৈরি করে নাম পাল্টে ফেলেন দুজনে। বাবলা বড়ুয়ার নাম পাল্টে রাহুল গৌতম চৌধুরী ও চয়ন বড়ুয়ার নাম সুমন আদিত্য সাহা করা হয়। সম্প্রতি এ নামে তারা ভারতীয় ভুয়া পাসপোর্ট বানিয়েছিলেন। পরে এ পাসপোর্ট দিয়ে ভিয়েতনাম যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটক হন তারা।
এর আগে কলকাতা থেকে ব্যাংকক যাওয়ার সময় জ্যাকি হালদার নামে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছিল।
কেএন/টিকে