গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা বহিষ্কৃত রিয়াদের বাবা মোহাম্মদ সোলায়মান বলেছেন, প্রায় ৫০ বছর ধরে কোরবানি দিতে পারিনি। জামাইরা বলে— আমাদের তো মান-সম্মান আছে। ৫৫-৫৬ হাজার দিয়ে একটা গরু কোরবানি দিয়েছি।
আজ সোমবার (২৮ জুলাই) এসব কথা বলেন তিনি।
রিয়াদের বাবা বলেন, ‘আমার ছেলে দুইজন, মেয়ে দুইজন। দুই মেয়েকে বিয়ে দিয়েছি। বড় ছেলে বিয়েশাদি করে অন্য জায়গায় থাকে। রিয়াদকে আমি কষ্ট করে ঢাকায় পড়াই।
রিয়াদ আগে নবীপুর হাই স্কুলে পড়েছে, তারপর বসুরহাট মুজিব কলেজে পড়েছে। সেখান থেকে গিয়েছে ঢাকায়।’
তিনি আরো বলেন, ‘আমি কাজকর্ম করে নিজে না খেয়ে রিয়াদকে টাকা পাঠাতাম। ব্যাংক থেকে টাকা নিয়ে পাঠাতাম।
মাসে মাসে তাকে ৮ থেকে ১০ হাজার টাকা পাঠাতাম। আমি রিকশা চালানো ছেড়েছি ৭-৮ বছর। আমি নিজে বসে থাকি না। যেভাবে আমার দুই পয়সা আসতে পারে, সেইভাবে কাজ করি। বাড়িতে মাটি কাটা থেকে শুরু করে জমির কাজ, গাছ কাটা— সব কাজই করি।
এ সময় তিনি বাড়ির ব্যাপারে বলেন, ‘আমি কিস্তি, ধারদেনা করে, দুই জামাইয়ের কাছ থেকে হাওলাত করে এসব করেছি। রিয়াদ কিছু কিছু, অল্পস্বল্প দিয়েছে।’
এসএন