জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনে প্রয়োজনে রদবদলের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আজাদ মজুমদার।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের বৈঠক অনুষ্ঠিত হয়।
আজাদ মজুমদার বলেন, নির্বাচনের আগে প্রশাসনে প্রয়োজনে রদবদল হবে।
সব জায়গায় রদবদল হবে এমন সিদ্ধান্ত হয়নি। যেখানে যেখানে প্রয়োজন সেখানে রদবদল করা হবে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মিলিটারি সেক্রেটারি ও সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও।
কেএন/টিকে