সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি মন্তব্য করেছেন। মন্তব্যটি এমন- ‘বাংলাদেশের বড় ঘটনা ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসলেন কেন?
দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে।’
এনসিপি নেতার এই মন্তব্যের পর দেশের রাজনৈতিক অঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনা তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, ‘জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক। তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
আজ রবিবার (২৮ জুলাই) নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও লিখেছেন, ‘সম্মান প্রদর্শন করুন- তবেই আপনি সম্মান পাবেন।’
কেএন/টিকে