পাসপোর্টে ভুয়া ইমিগ্রেশন সিল ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের সময় ১৫ বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আজ সোমবার (২৮ জুলাই) দেশটির সারাওয়াক ইমিগ্রেশন বিভাগের নিয়ন্ত্রণ ও নজরদারি ইউনিট (UPKP) কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (KIA) তাদের আটক করেছে।
দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আজ কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট থেকে ১৫ জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে দেখা যায়, তাদের কারো বৈধ অভিবাসন রেকর্ড নেই।
পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, তারা ভুয়া ইমিগ্রেশন সিল ব্যবহার করেছে, যার মাধ্যমে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। প্রতিটি ব্যক্তি পাচারচক্রের এজেন্টকে ১৮,০০০ থেকে ২০,০০০ রিঙ্গিত পর্যন্ত প্রদান করেছে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের জন্য।
তাদের সবাইকে বর্তমানে সেমুজা অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত চলছে।
এফপি/টিএ