খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুস আলীকে ভারতে যাওয়ার সময় পুলিশ আটক করেছে। ইউনুস আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
সোমবার (২৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকার রবিবার বিকাল ৪টায় খবর পেয়ে ভোমরা স্থল বন্দর থেকে পুলিশ তাকে আটক করে। ইউনুস আলী মোড়ল কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান জানান, রবিবার বিকাল ৪টার দিকে খবর পেয়ে ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশন থেকে পুলিশ ইউনুস আলীকে আটক করে। থানা পুলিশ ভোমরা থেকে আইনি প্রক্রিয়া শেষে তাকে পাইকগাছা থানায় নিয়ে আসে।
ইউটি/এসএন