কাশ্মীরের পহেলগামেপর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজন বন্দুকধারীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে এদের হত্যা করা হয় বলে জানান তিনি।
মঙ্গলবার (২৯ জুলাই) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে এ তথ্য তুলে ধরেন অমিত শাহ।
তিনি বলেন, ‘২২ এপ্রিল বৈসরান এলাকায় তিনজন সন্ত্রাসী পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল। আমি সংসদে জানাতে চাই, ওই তিন সন্ত্রাসীই নিহত হয়েছে।’ অমিত শাহের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ছিলেন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। এই সংগঠনকে জাতিসংঘ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে।
অমিত শাহ আরও দাবি করেন, হামলায় তাদের জড়িত থাকার বিষয়টি ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর কাছে প্রমাণসহ স্পষ্টভাবে রয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগামের পাহাড়ি এলাকায় সোমবার অভিযান চালিয়ে ওই তিনজনকে হত্যা করা হয়।
গত এপ্রিল মাসে ভারতশাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্থান পেহেলগামের বৈসরান জঙ্গলে হঠাৎ করে পর্যটকদের ওপর গুলি চালায় বন্দুকধারীরা। হামলায় নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিক ছিলেন, বাকিরা সবাই ভারতীয়।
ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। হামলার জেরে গত মে মাসে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিন ধরে সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে, যাতে উভয়পক্ষের ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই কাশ্মীর অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ অঞ্চলটি উভয় দেশই নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। এ নিয়ে দুদেশের মধ্যে ইতোমধ্যে দুটি পূর্ণমাত্রার যুদ্ধসহ বহুবার সীমান্ত সংঘর্ষ হয়েছে।
এফপি/এসএন