রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে বিআরটিসির একটি দোতলা বাস। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যাত্রী তোলার প্রতিযোগিতা করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় বাসটি। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ফার্মগেট মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসির দুটি বাস ফার্মগেট মোড়ে একসঙ্গে পৌঁছায়। তখন যাত্রী তোলার প্রতিযোগিতা শুরু হলে একটি বাস দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর বাসটির সামনের গ্লাস ভেঙে যায় এবং উপরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, "দুটি বাস রীতিমতো প্রতিযোগিতা করছিল। একটা বাস হঠাৎ গিয়ে পিলারে ঠেকে যায়, সঙ্গে সঙ্গে পাঁচজনের মাথা ফেটে যায়।"
দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে পুলিশ জানায়, দ্রুতগামী বাসটি ওভারটেক করার সময় পিলারের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বিআরটিসির অনেক বাসেরই ফিটনেস নেই, চালকরাও প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চালান। নিয়মিত তদারকি না থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।
দুর্ঘটনায় প্রাণহানি না হলেও রাজধানীর অন্যতম ব্যস্ত মোড় ফার্মগেটে কিছু সময়ের জন্য আতঙ্ক ও যানজট তৈরি হয়।