নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা একটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট (গ্রেফতার) দেখানো হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির রাষ্ট্রদোহিতার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে গ্রেফতারের আবেদন করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এসময় এবিএম খায়রুল হক কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতের শুনানিতে অংশ নেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
সেই মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি করা হয়েছিল। মামলায় তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির বলেন, ফতুল্লা থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার অভিযোগ করা হয়েছে।
গত ২৩ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।