নাটোরের লালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল আইস ললি ও কেক উৎপাদন এবং বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৬০ কেজি তৈরি আইস ললি ও আইসক্রিম ধ্বংস করা হয়।
সোমবার (২৯ জুলাই) লালপুর উপজেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান।
বিএসটিআই সূত্রে জানা গেছে, লাইসেন্স ও সঠিক প্রক্রিয়া ব্যতিরেকে নকল রোবো ব্র্যান্ডের আইস ললি ও আইসক্রিম উৎপাদন এবং বাজারজাত করার দায়ে লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়া এলাকার ‘দেশ আইসক্রিম ফ্যাক্টরি’কে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানায় তৈরি ৬০ কেজি আইস ললি ও আইসক্রিম ধ্বংস করা হয়।
অপরদিকে, বিএসটিআইয়ের মান সনদ না নিয়ে কেক উৎপাদনের দায়ে লালপুরের কামারহাটির ‘পুতুল বেকারি’কে একই আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিএসটিআই রাজশাহী বিভাগের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন জানান, দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রায় ৬০ কেজি তৈরি পণ্য ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেএন/এসএন