রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি হয়েছে। রাশিয়ার বন্দর শহর সেভেরো-কুরিলস্কে তিনটি সুনামির ঢেউ আঘাত হানে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এতে বন্দর অবকাঠামো এবং জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বন্দর শহর সেভেরো-কুরিলস্কে তিনটি সুনামির ঢেউ আঘাত হেনেছে, যার মধ্যে শেষটি বন্দরের অবকাঠামোর ক্ষতি করেছে এবং বেশ কয়েকটি জাহাজকে সমুদ্র প্রণালীতে টেনে নিয়ে গেছে।
রাশিয়ার তাস সংবাদ সংস্থা জানিয়েছে, তৃতীয় তরঙ্গটি শক্তিশালী ছিল।
এদিকে, জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো শহরে ৩০ সেমি (১২ ইঞ্চি) উচ্চতার প্রথম ঢেউ আঘাত হানে এবং কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে পরবর্তী ঢেউ আরও বড় হতে পারে। ছবিতে দেখা গেছে জাপানে লোকজন সরিয়ে নেয়ার নির্দেশের পর সবাই ভবনে উঠে যাচ্ছে।
২০১১ সালের সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদেরও সরিয়ে নেয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাশিয়ায় স্থানীয় সময় রাতে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এরপর সুনামি সতর্কতা জারি করা হয়।
ভূমিকম্পের পর মার্কিন কর্তৃপক্ষ আলাস্কা এবং হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি করে। হাওয়াই ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের পাশাপাশি মার্কিন দ্বীপপুঞ্জ গুয়াম এবং মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপপুঞ্জে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করা হয়।
হাওয়াইয়ের জন্য কার্যকর সুনামি সতর্কতায় বলা হয়েছে যে, উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জের কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের স্তর থেকে ৩ মিটার (১০ ফুট) বেশি উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে, যা আগামী কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে।
পেরু এবং ইকুয়েডরের কাছে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যেখানে কিছু প্রতিরোধমূলক স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি, পূর্ব চীনের কিছু অংশে সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অসংখ্য মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
কেএন/এসএন