রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দীপপুঞ্জে। বাসিন্দাদের নিরাপত্তায় সেখানে এরইমধ্যে খোলা হয়েছে জরুরি আশ্রয়কেন্দ্র। বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে হাওয়াই কর্তৃপক্ষ।
সিএনএন জানিয়েছে, হাওয়াইতে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা শুরু হয়েছে, বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং গভর্নর সতর্ক করেছেন যে, সুনামির ঢেউ দ্বীপগুলোতে আঘাত হানতে পারে।
এরইমধ্যে হাওয়াইয়ের ওহু, কাউই এবং মাউই দ্বীপপুঞ্জ এবং হাওয়াই কাউন্টিতে একাধিক আশ্রয়কেন্দ্র খোলার তথ্য জানানো হয়েছে।
রাশিয়ায় ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত যেসব স্থানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে— রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর, নিউজিল্যান্ড।
এসএন