সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সরকারের ভেতর সরকার নিশ্চয়ই আছে। তা না হলে ড. ইউনূস কেন সব কথা খোলামেলা বলতে পারছেন না? কেন তার নির্দেশনাগুলো নিয়ে কাজ হচ্ছে না? কেন তিনি একটির পর একটি নতুন উপসর্গ এনে নির্বাচনকে পেছানো বা এই সরকারের দুর্বলতা ক্রমাণ্যয়ে বেরিয়ে আসছে? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে একথা বলেন।
এহসানুল হক মিলন বলেন, প্রধান উপদেষ্টা আগে বলেছিলেন অল্প সংস্কার, মোটামুটি সংস্কার আর বেশি সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বর, ফেব্রুয়ারি কিংবা জুন। এখন উনি বলছেন, গভীরতম সংস্কার।
এ কথাটি আবার আমাদেরকে একটু চিন্তায় ফেলে দেয়। কারণ আগের যেই অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে তিনি ব্যাপকভাবে অন্যদিকে তাকাচ্ছেন।
প্রধান উপদেষ্টা অন্য কারো চাপে নাকি নিজের সিদ্ধান্তে একাজ করছেন এমন প্রশ্নের জবাবে এহসানুল হক মিলন বলেন, কারো চাপে নাকি নিজের সিদ্ধান্ত সেটা বোঝা যাচ্ছে না। কারণ উনার সিদ্ধান্ত আমরা দেখছি না তেমন একটা চলছে।
সরকারের ভেতর যে সরকার আছে তারা কারা এটি ক্রমান্বয়ে আমাদের কাছে ধোঁয়াশা কেটে পরিষ্কার হয়ে যাচ্ছে, আরেকটু সময় দিন। তিনি বলেন, এই ৫ আগস্ট আমরা অপেক্ষায় আছি যে উনি কোন দিকে যাচ্ছেন। যেহেতু এই সরকার ব্যর্থতার ঝুড়ি ক্রমাণ্যয় বেড়ে যাচ্ছে সফলতার চেয়ে, সেদিকে যদি আমরা তাকাই তাহলে নির্বাচন একমাত্র সমাধান। আমাদের অপেক্ষা করতে হবে ৫ তারিখে তিনি জাতির উদ্দেশে কী ভাষণ দেন, সেটা দেখে আমরা বুঝতে পারবো সরকারের ভেতরের সরকার কোন দিকে যেতে চাচ্ছে।
পিএ/এসএন