৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর অনলাইন আবেদনপত্র পূরণ, ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি-সংক্রান্ত নতুন একটি নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এ নির্দেশনা প্রকাশ করে পিএসসি।
আবেদনের প্রক্রিয়া:
প্রার্থীরা বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুতে প্রার্থীর এসএসসি বা সমমানের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে প্রার্থীদের।
ছবি ও স্বাক্ষর আপলোড:
আবেদন ফরমে প্রার্থীর অনধিক তিন মাস আগে তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য-প্রস্থ: ৩০০x৩০০ পিক্সেল, ফাইল সাইজ: সর্বোচ্চ ১০০ কেবি) ও স্বাক্ষর (দৈর্ঘ্য-প্রস্থ: ৩০০x৮০ পিক্সেল, ফাইল সাইজ: সর্বোচ্চ ৬০ কেবি) নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
আবেদন ফি জমা:
আবেদনপত্র সফলভাবে সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০/- (দুই শত) টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা।
প্রবেশপত্র প্রাপ্তি
আবেদন ফি সফলভাবে জমাদানের পর প্রার্থী একটি কনফার্মেশন এসএমএস ও পিন নম্বর পাবেন, যা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর অনলাইন আবেদনগ্রহণ প্রক্রিয়া চলাকালীন প্রতি কার্যদিবসে সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (অফিস চলাকালীন) 01555555149/01555555150/ 01555555151/01555555152 মোবাইলফোন নম্বরে যোগাযোগ করে কারিগরি যেকোনো ধরনের সহায়তা পাওয়া যাবে। ফরম পূরণের আনুষঙ্গিক নির্দেশনা পেতে ওয়েবসাইটের Help Tab অনুসরণ করা যাবে। এ ছাড়া ভিডিও টিউটরিয়াল থেকে ফরম পূরণের পূর্ণাঙ্গ ধাপ দেখে নেয়া যাবে। প্রয়োজনে ই-মেইল করুন (bpsc@teletalk.com.bd)
কেএন/এসএন