ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তার উপর পড়েছে নেতিবাচক প্রভাব। এখন সামাজিক মাধ্যমে খুব একটা সরব নন তিনি। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পক্ষে কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে এ ইউটিউবারের বিরুদ্ধে।
রয়েছ মামলাও। এমনকী তার বাবার বিরুদ্ধেও রয়েছে মামলা। তবে এখনও তাদের আইনের আওতায় আনতে পারেননি সরকার।
এবার সাংবাদিক জাওয়াদ নির্ঝর প্রশ্ন তুললেন বাবা-ছেলেকে নিয়ে।
প্রকাশ্যে ঘুরাফেরা করার পরেও পুলিশ কেন তৌহিদ ও তার বাবার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে না, এমন প্রশ্ন রাখেন তিনি।
সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মামলা থাকার পরেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এমন প্রশ্ন তোলেন জাওয়াদ। এ সাংবাদিক লেখেন, ‘গত বছর এই সময় যখন হাসিনা পতনের দাবিতে দেশ উত্তাল তখন, তৌহিদ আফ্রিদির নেতৃত্বে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ভিডিও বানানো হচ্ছিল। টিকটকার, ব্লগার ইনফ্লুয়েন্সারদেরকে টাকা দিয়ে ভিডিও বানাচ্ছিল আফ্রিদি।
তার পিতা নাসিরুদ্দিন সাথী আওয়ামী দোসর, লীগের দাপটে একটি টিভি দখল করে নিয়েছে।’
ইউনুসের সরকারকে ম্যানেজ করে দুজনে নিরাপদে রয়েছেন জানিয়ে জাওয়াদ নির্ঝর লেখেন, ‘৩ থেকে ৪ টি করে জুলাই আন্দোলনে মামলার আসামি হয়েছে তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরুদ্দিন সাথী। সরাসরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকা সাথী এবং তৌহিদ আফ্রিদির গায়ে একটা বাতাসও দিতে পারেনি ড. ইউনুসের সরকার। বাপ-বেটা মিলে জন্মদিন পালন করছে। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
অথচ, পুলিশের চোখে তারা নিখোঁজ! ১ বছর পরেও এদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হয়নি। কারণ আফ্রিদি এবং তার বাপ টাকা পয়সা দিয়ে ড. ইউনুসের সরকারকে ম্যানেজ করেছে।’
এসএন