ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে কানাডার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাণিজ্য যুদ্ধের হুমকি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সব ধরনের পণ্যে ৩৫% শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন।
মঙ্গলবার ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেন, ‘বাহ! কানাডা এখন প্যালেস্টাইনের রাষ্ট্রীয় স্বীকৃতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে।’
আগামী ১ আগস্টের মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে ইউএস-মেক্সিকো-কানাডা চুক্তির আওতাভুক্ত নয় এমন সব কানাডিয়ান পণ্যে অতিরিক্ত শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। কানাডা হলো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, এবং আমেরিকান পণ্যের সবচেয়ে বড় ক্রেতা।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ‘গঠনমূলক’ হলেও সময়সীমার মধ্যে চুক্তি হওয়া নাও হতে পারে। তবে দুই দেশই চূড়ান্ত পর্যায়ে আলোচনায় রয়েছে।
কানাডা যুক্তরাষ্ট্রে সর্বাধিক স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি করে থাকে এবং বর্তমানে এই দুই পণ্যের পাশাপাশি যানবাহন রপ্তানিতেও মার্কিন শুল্কের মুখে পড়েছে।
এর আগে কার্নির সরকার একটি ডিজিটাল পরিষেবা কর প্রস্তাব প্রত্যাহার করেছিল, যা মূলত আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেই তৈরি হয়েছিল। এ কারণে ট্রাম্প তখন হঠাৎ করে বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং করটিকে ‘একটি সরাসরি আক্রমণ’ বলে মন্তব্য করেন।
গত বুধবার প্রধানমন্ত্রী কার্নি জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের এক বৈঠকে কানাডা আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। তিনি বলেন, ‘গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, সেটির দায় ইসরায়েল সরকার এড়াতে পারে না। কানাডা এটি দৃঢ়ভাবে নিন্দা জানায়।’
ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র কার্নির মন্তব্য প্রত্যাখ্যান করেছে। তবে কার্নির দফতর এখনো ট্রাম্পের মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
টিকে/