বিদেশি কর্মীদের ওপর আরোপিত বহু-স্তরীয় লেভি (যা নির্দিষ্ট গোষ্ঠীর ওপর আরোপিত ট্যাক্স) প্রক্রিয়া ২০২৬ সাল পর্যন্ত স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) এই সিদ্ধান্তটি দেশটির ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা (১৩এমপি) নথিতে নিশ্চিত করা হয়েছে।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম গত মার্চ মাসে জানিয়েছিলেন, এই প্রক্রিয়া বাস্তবায়নের আগে সরকার সকল অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা করবে। এই বিলম্বে অংশীজনদের প্রস্তুতি নেয়ার জন্য আরও সময় দেয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
১৩তম এমপি নথিতে বলা হয়েছে, একটি আরও গতিশীল, প্রতিযোগিতামূলক এবং টেকসই কর্মসংস্থান বাজার প্রতিষ্ঠা করতে এবং মালয়েশিয়ানদের আয় বাড়াতে শ্রম সংস্কার দ্রুত করা হবে। বহু-স্তরীয় লেভি প্রক্রিয়াটি চালুর ফলে মালয়েশিয়ানদের জন্য চাকরির সুযোগ তৈরি হবে এবং তারা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উচ্চ আয় উপার্জন করতে পারবে।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, এর মাধ্যমে ‘২০৩০ সালের মধ্যে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা ১০ শতাং এবং ২০৩৫ সালের মধ্যে ৫ শতাংশে নামিয়ে আনতে পদক্ষেপ নেয়া হবে। বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক এবং কঠিন কাজ হিসেবে শ্রেণীবদ্ধ ক্ষেত্রগুলোতে জনবলের প্রয়োজনীয়তা বিবেচনা করা হবে।’
গত ডিসেম্বরে, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম) পুত্রজায়াকে এই প্রক্রিয়া বাস্তবায়নের বিশদ বিবরণ কমপক্ষে ছয় মাস আগে জানানোর জন্য অনুরোধ করেছিল, যাতে শিল্পগুলি নতুন নিয়মের সাথে মানিয়ে নেয়ার জন্য পর্যাপ্ত সময় পায়। বর্তমান সিদ্ধান্তের ফলে এফএমএম এবং অন্যান্য শিল্প সংস্থাগুলো প্রস্তুতি নেয়ার জন্য আরও কিছুটা বাড়তি সময় পাচ্ছে।
টিকে/