মোদী সরকার ভারতের অর্থনীতি ধ্বংস করেছে, ঠিক বলেছেন ট্রাম্প: রাহুল

ভারতের অর্থনীতি নিয়ে তীব্র সমালোচনা করে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, সমগ্র বিশ্ব জানে ভারতের অর্থনীতি মৃত, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়া।


বৃহস্পতিবার (৩১ জুলাই) লোকসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতা রাহুল বলেন, তিনি (ট্রাম্প) ঠিকই বলেছেন। আমি খুশি যে ট্রাম্প সত্যটা বলেছেন। বিজেপি ভারতের অর্থনীতি ধ্বংস করেছে। কেন করেছে? আদানিকে সাহায্য করতে।


এর আগে বুধবার (৩০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও রাশিয়ার অর্থনীতি ‘মৃত’ বলে অভিহিত করে বলেন, তারা চাইলে একসঙ্গে তাদের মৃত অর্থনীতি ধ্বংস করুক, আমার কিছু যায় আসে না। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, শুক্রবার (১ আগস্ট) থেকে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সঙ্গে অতিরিক্ত জরিমানাও।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত সরকার জানিয়েছে, তারা জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তবে ট্রাম্পের ভাষায় রাহুল গান্ধী আরও এক ধাপ এগিয়ে বলেন, মোদী সরকার ভারতের অর্থনীতি, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিকে ধ্বংস করেছে। তারা দেশ চালাতে জানে না, দেশকে ডুবিয়ে দিচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) সংসদে ‘পহেলগাম হামলা’ ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী যেন সাহস করে সংসদে দাঁড়িয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন। ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ থামাতে তিনি মধ্যস্থতা করেছিলেন।

মোদী অবশ্য তার জবাবে বলেন, কোনো বিশ্বনেতা অপারেশন সিঁদুর থামানোর অনুরোধ করেননি। তবে তিনি সেসময় ট্রাম্পের নাম নেননি। জানা গেছে, ট্রাম্পের ঘোষণার পর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বুধবার (৩০ জুলাই) জানায়, তারা শুল্কের প্রভাব ও পরিণতি বিশ্লেষণ করছে।

রাহুল আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আমাদের পররাষ্ট্রনীতি চমৎকার। অথচ একদিকে যুক্তরাষ্ট্র ভারতকে খোঁচা দিচ্ছে, অন্যদিকে চীন আমাদের ঘাড়ের ওপর। পাকিস্তানকে দোষারোপ করলেও, আপনি যখন বিদেশে প্রতিনিধি পাঠান, তখন কোনো দেশই পাকিস্তানকে নিন্দা করে না। আসলে তারা জানেনই না, কীভাবে দেশ চালাতে হয়। একেবারে বিভ্রান্তি চলছে।

রাহুল প্রশ্ন রাখেন, ট্রাম্প বলেছে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এখন বলছে ২৫ শতাংশ শুল্ক। কখনো ভেবে দেখেছেন কেন মোদী এর জবাব দিতে পারছেন না? কে নিয়ন্ত্রণে আছে? ব্যাপারটা বুঝুন।

বৃহস্পতিবার এক্সে (পূর্বে টুইটার) দেওয়া বিবৃতিতেও রাহুল গান্ধী বলেন, ভারতের অর্থনীতি মৃত। মোদী তা হত্যা করেছেন।

তিনি লিখেছেন, আদানি-মোদী জোট, নোটবন্দি, ত্রুটিপূর্ণ জিএসটি, ব্যর্থ ‘অ্যাসেম্বল ইন ইন্ডিয়া’, ক্ষুদ্র ব্যবসা ধ্বংস, কৃষকদের দমন সবকিছু মিলিয়ে ভারতের যুবসমাজের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন। কারণ দেশে কোনো চাকরি নেই।

সূত্র: দ্য ওয়্যার

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
স্বামী নয় প্রভু, স্ত্রী হতে পারে শ্রেষ্ঠ বন্ধু: স্বতন্ত্র চিরসখা Nov 07, 2025
"ঘি আমাদের লাগবেই" জামায়াত নেতা তাহেরের বক্তব্যে রিজভী যা বললেন | Nov 07, 2025
বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে: বিএনপি মহাসচিব Nov 07, 2025
‘নো হ্যাংকি প্যাংকি’, বিএনপিকে জামায়াতের হুঁশিয়ারি Nov 07, 2025
যে কারণে তিস্তা ব্যারেজ ও নিজ গ্রামের ইতিহাস টানলেন রিজভী Nov 07, 2025
চরফ্যাশনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নয়ন Nov 07, 2025
''মাদকমুক্ত এলাকা গড়ে তুলব'' Nov 07, 2025
ডর-এ রাভিনার না হওয়া চরিত্রের অজানা গল্প Nov 07, 2025
img
ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা Nov 07, 2025
img
রাজনীতিতে ইশরাককে আমি সর্বোচ্চ সহযোগিতা করব: নুসরাত খান Nov 07, 2025
img
নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতায় যাবে: দুলু Nov 07, 2025
img
বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পন্ন Nov 07, 2025
img
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত Nov 07, 2025
img
দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন Nov 07, 2025
img
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করছে বিসিবি Nov 07, 2025
img
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই Nov 07, 2025
img
ধাক্কা খাওয়া ভয়ের নয়, অভিজ্ঞতা: শুভশ্রী গাঙ্গুলী Nov 07, 2025
img
নরসিংদীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা Nov 07, 2025
img
মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল Nov 07, 2025
img

ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

ঐকমত্য কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন খাতে ৪৫ লাখ Nov 07, 2025