সৌদি আরবে বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় আহত অন্তত ২৩

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পার্বত্য পর্যটন নগরী তাইফের একটি বিনোদন পার্কে চলন্ত অবস্থায় রাইড ভেঙে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তাইফের আল হাদা জেলায় রাইড ভেঙে পড়ার এই ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজন তরুণী রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

দর্শনার্থীতে ঠাসা ওই রাইডটি চলন্ত অবস্থায় আকস্মিকভাবে ভেঙে পড়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রাইডটি হঠাৎ ভেঙে পড়ায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলন্ত রাইডে থাকা লোকজন অনেক ওপর থেকে নিচে পড়ে যান। এ সময় আশপাশ থাকা আতঙ্কিত লোকজন চিৎকার করতে শুরু করেন।

খবর পেয়ে দেশটির জরুরি সেবা সংস্থার কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের প্যারামেডিক দল আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এই দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনায় পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পার্কটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাইফের সরকারি এক কর্মকর্তা বলেছেন, বিনোদন পার্কের রাইড দুর্ঘটনায় ইতোমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা বলেছেন, স্থানীয় পৌর কর্তৃপক্ষ, জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও বিভিন্ন নিরাপত্তা সংস্থা এই দুর্ঘটনার কারণ জানতে বিস্তৃত তদন্ত শুরু করেছে।

চলন্ত অবস্থায় রাইড ভেঙে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশটির নাগরিকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাইডটি চলন্ত অবস্থায় হঠাৎ ভেঙে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজনের আর্তচিৎকার শোনা যায়।

দেশটির সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় তাইফ নগরীর ওই বিনোদন পার্ক বর্তমানে বন্ধ রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

তেলনির্ভরতা থেকে বেরিয়ে বহুমুখী অর্থনীতির সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরবে গত কয়েক বছরে বহু বিনোদন পার্ক ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের এসব প্রকল্পের মাঝে রাজধীনী রিয়াদের কাছে ‘কিদ্দিয়া’ নামের একটি গিগা-প্রকল্প রয়েছে। যেখানে থিম পার্ক ও মোটরস্পোর্টস রেসট্র্যাক নির্মাণের কাজ চলছে।

সূত্র: এএফপি, আল-আরাবিয়া। 

Share this news on:

সর্বশেষ

img
স্বামী নয় প্রভু, স্ত্রী হতে পারে শ্রেষ্ঠ বন্ধু: স্বতন্ত্র চিরসখা Nov 07, 2025
"ঘি আমাদের লাগবেই" জামায়াত নেতা তাহেরের বক্তব্যে রিজভী যা বললেন | Nov 07, 2025
বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে: বিএনপি মহাসচিব Nov 07, 2025
‘নো হ্যাংকি প্যাংকি’, বিএনপিকে জামায়াতের হুঁশিয়ারি Nov 07, 2025
যে কারণে তিস্তা ব্যারেজ ও নিজ গ্রামের ইতিহাস টানলেন রিজভী Nov 07, 2025
চরফ্যাশনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নয়ন Nov 07, 2025
''মাদকমুক্ত এলাকা গড়ে তুলব'' Nov 07, 2025
ডর-এ রাভিনার না হওয়া চরিত্রের অজানা গল্প Nov 07, 2025
img
ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো দক্ষিণ আফ্রিকা Nov 07, 2025
img
রাজনীতিতে ইশরাককে আমি সর্বোচ্চ সহযোগিতা করব: নুসরাত খান Nov 07, 2025
img
নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতায় যাবে: দুলু Nov 07, 2025
img
বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পন্ন Nov 07, 2025
img
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত Nov 07, 2025
img
দিল্লি নয়, ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন Nov 07, 2025
img
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করছে বিসিবি Nov 07, 2025
img
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই Nov 07, 2025
img
ধাক্কা খাওয়া ভয়ের নয়, অভিজ্ঞতা: শুভশ্রী গাঙ্গুলী Nov 07, 2025
img
নরসিংদীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা Nov 07, 2025
img
মির্জা ফখরুলকে জামায়াতের নায়েবে আমীরের কল Nov 07, 2025
img

ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

ঐকমত্য কমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন খাতে ৪৫ লাখ Nov 07, 2025