‘বাঘি ৪’ শেষ করেই দক্ষিণী ইন্ডাস্ট্রির সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছেন টাইগার শ্রফ। অ্যাকশন হিরো হিসেবে নিজের ভাবমূর্তি নতুন করে গড়তে এবার তিনি নাম লিখিয়েছেন বড় বাজেটের নতুন এক অ্যাকশন থ্রিলারে। ছবিটি পরিচালনা করবেন তামিল নির্মাতা সাচিন রাভি, যিনি প্রথমবারের মতো হিন্দি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন।
মুরাদ খেতানির প্রযোজনায় নির্মিত এই ছবিটি হবে একেবারেই নতুন ফরম্যাটের অ্যাকশন ফিল্ম। এতে থাকছে আন্তর্জাতিক মানের স্টান্ট টিম। আগামী অক্টোবর ২০২৫-এ শুরু হবে টানা ৪৫ দিনের শুটিং শিডিউল।
‘আভানে শ্রিমন্নারায়ণা’ ছবির মাধ্যমে আলোচনায় আসা সাচিন রাভি এর আগে ‘কিরিক পার্টি’সহ একাধিক হিট সিনেমার সম্পাদনার দায়িত্বও সামলেছেন। তার ছবিতে থাকছে প্যান-ইন্ডিয়ান ধাঁচের অ্যাকশন ও গল্প বলার বিশেষ বৈশিষ্ট্য।
সাম্প্রতিক সময়ে ‘বড়ে মিঁয়া ছোটে মিঁয়া’র মতো একাধিক সিনেমা বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারলেও, এই নতুন ছবি টাইগার শ্রফের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। এর পাশাপাশি চলতি বছরই জানভি কাপুরের বিপরীতে ‘লাগ যা গলে’ ছবিতেও অভিনয় করবেন তিনি।
ইউটি/টিএ