গাজার মানবিক পরিস্থিতির উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক ক্ষোভের মধ্যে ইসরাইল কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) জেরুজালেমে তিনি এমন মন্তব্য করেন।
ওয়াদেফুল বলেন,ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বন্ধু, অংশীদার এবং সমর্থক খুঁজে বের করতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে তারা বিপদের মধ্যে রয়েছে। তবে যদি এমন কোনো দেশ থাকে যারা এটি প্রতিরোধ করতে চায় তবে তা আমার দৃষ্টিতে জার্মানি।
বৃহস্পতিবার বিকেলে ইসরাইলে অবতরণের পর ওয়াদেফুল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'র সাথে বৈঠক করেছেন।
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিকভাবে ব্যাপক পদক্ষেপের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আলোচনার জন্য আগামীকাল পশ্চিম তীরে যাবেন।
ইসরাইলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করার পর তিনি আরও বলেন, গাজার মানবিক পরিস্থিতি ‘কল্পনার বাইরে’।
ওয়াদেফুল বলেন, দুর্ভিক্ষের ফলে ব্যাপক মৃত্যু এড়াতে (ইসরাইল) দ্রুত এবং নিরাপদে পর্যাপ্ত মানবিক ও চিকিৎসা সহায়তা পাঠাতে বাধ্য।
সূত্র: দ্য টাইম অফ ইসরাইল
ইউটি/টিএ