সাঙ্ক্রান্তি উৎসবে বক্স অফিস মাতাতে আসছেন প্রভাস। বহু প্রতীক্ষিত হরর-কমেডি সিনেমা ‘রাজা সাব’ মুক্তির নতুন তারিখ চূড়ান্ত হয়েছে আগামী ১০ জানুয়ারি ২০২৬। এর আগে ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল ২০২৫ সালের ৫ ডিসেম্বর, তবে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ও শহিদ কাপুরের ‘রোমিও’র সঙ্গে একই দিনে তীব্র প্রতিযোগিতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।
মারুতি পরিচালিত ‘রাজা সাব’-এ প্রভাসের সঙ্গে অভিনয় করছেন সঞ্জয় দত্ত।
থ্রিল, কমেডি ও তারকাবহুল এই ছবিটি সাঙ্ক্রান্তি মৌসুমে বড় ধরণের আলোড়ন তুলতে পারে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
আগামী সাঙ্ক্রান্তি মৌসুমে মুক্তি পাচ্ছে আরও বেশ কয়েকটি বড় বাজেটের ছবি—চিরঞ্জীবী ও অনিল রাভিপুড়ির বিনোদনধর্মী ছবি, বিজয়ের ‘জনানায়কান’, নবীন পলিশেট্টির ‘আনাগানাগা ওকা রাজু’ ও রবি তেজা–কিশোর তিরুমালার নতুন ছবি। উৎসব মৌসুমে এতগুলো বড় মুক্তির ভিড়ে ‘রাজা সাব’ প্রভাসের ক্যারিয়ারে হতে পারে আরেকটি বড় হিট।
ইউটি/টিএ