বাগেরহাট-২ লঞ্চে মৃত তরুণীর পাশে ‘লামিয়া-আল আমিন’ লেখা রুমাল

ঢাকার সদর ঘাট থেকে শনিবার রাতে পটুয়াখালীর গলাচিপাগামী বাগেরহাট-২ লঞ্চের দোতলায় ওঠেন ওই তরুণী। এরপর রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওই তরুণীর সঙ্গে কেউ না থাকায় তার পাশের যাত্রীরা তাকে সুস্থ করার চেষ্টা করে। সকালে মেয়েটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

রোববার সকালে বাগেরহাট-২ নামের লঞ্চটি যাত্রী নিয়ে গলাচিপা লঞ্চঘাটে পৌঁছার পর খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

গলাচিপা থানার পুলিশ জানিয়েছে, তরুণীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স ২০ থেকে ২২ বছর। লাশের সঙ্গে একটি রুমাল ছিল। রুমালে লেখা ছিল, ‘লামিয়া আর আল-আমিন’। মেয়েটির শরীরেও মেহেদী দিয়ে আঁকা ওই দুই নাম দেখা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে এ পুলিশের ধারণা।

যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকার সদরঘাট থেকে ওই তরুণী লঞ্চে ওঠেন। এ সময় তার সঙ্গে একজন যুবক ছিলেন। পরে লঞ্চে আর ওই যুবককে দেখা যায়নি।

লঞ্চের সুপারভাইজার আবদুর রহিম জানান, যাত্রীরা জানিয়েছেন, রাতে ওই তরুণী অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েন। সকালে গলাচিপা লঞ্চঘাটে যাত্রীরা নেমে গেলেও ওই তরুণীকে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ওই তরুণীর ব্যাপারে লঞ্চের স্টাফ ও যাত্রীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

টাইমস/এসআই

Share this news on: