বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না। যারা স্বাধীনতা আজও বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই।’
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মিয়াবাজার স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী মহিলাদের গ্রামে পাঠিয়ে বলে—তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে। তারা ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। জান্নাতে কে যাবে তা জানে একমাত্র আল্লাহ।’
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মো. মিয়া জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইনঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আব্দুর রহমান আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমিরুজ্জামান আমীর, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাহবুবুল আলম চৌধুরী প্রমুখ।
এমআর/টিকে