সিলেটের জাফলং থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেলে ২৮ জন আহত হয়েছেন। এ সময় ২ যাত্রী নিখোঁজ রয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৮ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত ২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বাসটি জাফলং থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। কাটাগাং এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়, যেখানে প্রায় ৮-৯ ফুট পানি ছিল।
ওসি আরও জানান, স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০-৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।
কেএন/টিকে