শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশপত্র ফেসবুক স্টোরিতে দিলেন প্রোভিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খানের ফেসবুক স্টোরিতে ভেসে উঠেছে শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ করা প্রবেশপত্র।

স্টোরিটি ১৫ মিনিটের মতো স্থায়ী থাকলেও পরক্ষণে ডিলিট করে দেন অধ্যাপক ফরিদ। তবে স্টোরির স্ক্রিনশট নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

শনিবার (২ আগস্ট) রাত ১২টার দিকে দেওয়া ওই স্টোরিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে প্রভাষক নিয়োগের প্রবেশপত্রে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি (জামায়াত) মো. লতিফুর রহমান সুপারিশ করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের দুইবারের সাবেক এমপি। ১৯৮৬ ও ১৯৯১ সালের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এদিকে ওই প্রার্থীর প্রবেশপত্র ভুলভাবে স্টোরিতে চলে এসেছে উল্লেখ করে অধ্যাপক ফরিদ খান ফেসবুকে লিখেছেন, আমার ফেসবুক স্টোরিতে একজন আবেদনকারীর প্রবেশপত্র কীভাবে আপলোড হয়েছে বুঝতে পারিনি। তবে মোবাইল ফোনটি নিয়ে আমার ছেলে বেশ কিছু সময় গেম খেলেছিল। তখন হয়তো ভুলবশত স্টোরিতে এসে গেছে।

তিনি আরও লিখেছেন, প্রতিদিনই কোনো না কোনো আবেদনকারী বা তাদের পক্ষে বিভিন্ন সূত্রে সাক্ষাৎ করতে এসে সিভি-প্রবেশপত্র দিয়ে যায়। আবার অনেকে ফোন করে আবেদনকারীর প্রবেশপত্র হোয়াটসঅ্যাপে সেন্ড করে, কেউ টেক্সট করে সুপারিশ পাঠায়। রুয়ার নির্বাচনের সময় একজন অ্যালামনাস যিনি সাবেক এমপি ছিলেন উনার সঙ্গে পরিচয় হয়। কয়েকদিন আগে উনি ফোন করে উনার এলাকার একজন আবেদনকারীর কথা বলেন এবং তার প্রবেশপত্র সেন্ড করেন।

শুধু জামায়াত নেতাই নয়, বিভিন্ন সূত্রে এমন ডজনখানিক সুপারিশ করা হয় উল্লেখ করে তিনি বলেন, পরিচিত অনেকেই এরকম সুপারিশ করেন। তাদের মধ্যে ছাত্র, শিক্ষক, বন্ধু, সহকর্মী, রাজনীতিক অনেকেই আছেন। এই মুহূর্তে আমার অফিসে এবং মোবাইল ফোনে ডজনখানিক এরকম সুপারিশ আছে। তবে এগুলো কোনোভাবেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না। আশা করি বিষয়টি নিয়ে কেউ ভুল বুঝবেন না। ভুলবশত এই স্টোরির জন্য দুঃখপ্রকাশ করছি। ধন্যবাদ।

সুপারিশ করা জামায়াতের সাবেক এমপি লতিফুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মোবাইল নম্বরে কল করলে তিনি জানান, আমি অসুস্থ। আর বিষয়টা নিয়ে আমি অবগত আছি। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না।

প্রবেশপত্রে করা সুপারিশ ও সিগনেচারটা কার জানতে চাইলে অধ্যাপক ফরিদ খান বলেন, যেভাবে স্টোরিতে থাকা ওই প্রবেশপত্র দেখা গেছে, আমার কাছে ওভাবেই এসেছিল। যিনি পাঠিয়েছেন তার লেখা কি না আমি নিশ্চিত নই।

ডজনখানিক প্রবেশপত্রে কারা সুপারিশ করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাকিগুলো শিক্ষক, ছাত্র, আবেদনকারী নিজেও এসেছে দেখা করতে। তবে কোনো রাজনৈতিক দলের কেউ নয়। সুপারিশপত্র কেউ দেখা করতে এসে দিয়ে গেছে। কেউ হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এফপি/ টিকে

Share this news on:

সর্বশেষ

img
মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে : দেব Dec 22, 2025
img
বার্সেলোনাকে পেছনে ফেলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ Dec 22, 2025
img
দিল্লির ঢাকা হাইকমিশন থেকে ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ Dec 22, 2025
img
বাচ্চাদের সুস্থ রাখতে খাবারের তালিকায় দুধের সঙ্গে কী মিশিয়ে খাওয়ান শাহিদ-মীরা? Dec 22, 2025
img

রাকসু জিএস

আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি Dec 22, 2025
img
এবার নিজের গল্প নিয়ে পর্দায় এলেন মেলানিয়া ট্রাম্প Dec 22, 2025
img
নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা Dec 22, 2025
img
বিশ্বকাপে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করবে, আশাবাদী ফাহিম Dec 22, 2025
img
বাংলাদেশের ফিফা র‌্যাংকিং অপরিবর্তিত Dec 22, 2025
img
অভিনেত্রী মৌবনীকে বিয়ের শুভেচ্ছাবার্তা জানালেন নরেন্দ্র মোদি Dec 22, 2025
img
কোন কারণে 'ধুরন্ধর' থেকে তামান্নাকে সরানো হয়? Dec 22, 2025
img
ভোটাধিকার কারও দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার: প্রধান উপদেষ্টা Dec 22, 2025
শব্দদূষণ ঠেকাতে মাঠে নামছে পুলিশ Dec 22, 2025
img
ঢাকা-১৭ আসনে মনোনয়ন ফরম নিলেন তাজনুভা জাবীন Dec 22, 2025
img
'অ্যানিম্যালকে' পেছনে ফেলে ইতিহাসে 'ধুরন্ধর' Dec 22, 2025
img

হাদি হত্যার বিচারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শাহবাগে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা Dec 22, 2025
img
চীনে আবিষ্কার হলো এশিয়ার বৃহত্তম স্বর্ণখনি Dec 22, 2025
img
ঢাকা-১২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাইফুল আলম নীরব Dec 22, 2025
img
তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস Dec 22, 2025
img
হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল একসময় নাটকে অভিনয় করতেন Dec 22, 2025