এনসিপির সমাবেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিলেন সারজিস

কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৩ আগস্ট) দুপুরে এক ভিডিও বার্তায় এ নির্দেশনা দেন তিনি।

সরাজিস আলম বলেন, সংগ্রামী সহযোদ্ধারা, আজ ৩ আগস্ট। এক বছর পর এই দিনে বিকেল ৪টায় আমরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দাঁড়াবো পুরো দেশের মানুষের সামনে এনসিপির ইশতেহার নিয়ে। আমাদের এই প্রোগ্রামে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। সেগুলো নিয়েই এই ভিডিও।

আজ কর্মদিবস হওয়ায় দুঃখ প্রকাশ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, কর্মজীবীদের কিছুটা কষ্ট হবে। তাই দুঃখ প্রকাশ করছি।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কেন্দ্রীয় শহীন মিনার। সেখানে আমাদের শিক্ষার্থী ভাইবোনেরা যারা রয়েছেন। তাদের ছুটি হলে কিছুটা কষ্ট হবে। আমরা তাদের কাছে আগেই দুঃখ প্রকাশ করছি।

এনসিপির এ নেতা বলেন, সারা দেশ থেকে আসা আমাদের সহযোদ্ধারা প্রতি অনুরোধ থাকবে,

আমাদের মধ্যে কথা বলায় কিংবা চলাচলে যেন সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। সহযোদ্ধাদের প্রতি আরেকটি অনুরোধ, এটা যেহেতু একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা, আমরা যেন এখানে আমাদের জায়গা থেকে কোনো ধরনের প্যাকেট, খাবার কিংবা বোতল না ফেলি। আমরা যেন নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলি।

‘আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, আমাদের প্রোগ্রাম শেষে কোনো বোতল, প্যাকেট বা এই জাতীয় কোনো উচ্ছিষ্ট পড়ে থাকলে যেন আমাদের নিজেদের দায়িত্বে পরিষ্কার রেখে পরিবেশটাকে সুন্দর করে রাখি। আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় অনেক বাস আসবে। এই বাসগুলো ক্যাম্পাসে বা আশপাশের রাস্তায় রাখা যাবে না। এই বাসগুলো নিয়ে রাখতে হবে পুরাতন বাণিজ্য মেলার স্থানে’, যোগ করেন সারজিস।

তিনি বলেন, পুরাতন বাণিজ্য মেলা এলাকা, শহীদ মিনারের আশেপাশ, আজিমপুর বাসস্ট্যান্ড থেকে পলাশী এলাকায় এবং ঢাকা মেডিকেলের বহির্বিভাগ থেকে জরুরি বিভাগের গেইটের রাস্তায় মোবাইল টয়েলেটের ব্যবস্থা থাকবে। এছাড়া শহীদ মিনারের ঠিক বিপরীতে আইন বিভাগের ভবনে আমাদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকবে। সামগ্রিকভাবে ক্যাম্পাসে, শহীদ মিনার এবং এর সংলগ্ন জায়গায় যেন আমাদের জায়গা থেকে কোনো ধরনের কোনো কিছু স্ট্যান্ড না করি। রাস্তায় যেন যানজট তৈরি না করি। আমাদের সচেতন থাকতে হবে। আমাদের প্রোগ্রামের জন্য এমনিতেই আজ কর্মজীবীদের কিছুটা কষ্ট হবে, এই কষ্ট যেন আমাদের দ্বারা আরও না বাড়ে, পুরাতন বাণিজ্য মেলায় নিয়ে যেতে হবে সব বাস।

‘আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমাদের প্রোগ্রাম চলাকালে তপ্ত রোদ থাকলে সবার সঙ্গে যেন পানির ব্যবস্থা থাকে। নিজেরা যেন এটা রাখি।

আমাদের মধ্যে কেউ গুরুতর আহত বা অসুস্থবোধ করলে তারা যেন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যাই। পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। সেখানে যেন দ্রুত যাই’, যোগ করেন তিন।

এনসিপির এ নেতা আরও বলেন, সবশেষ আরেকটি বিষয় হচ্ছে, শহীদ মিনার সংলগ্ন শাহবাগে আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছাত্রদলের বড় প্রোগ্রাম রয়েছে। তাদের প্রতি যেন আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। আমরা আমাদের জায়গা থেকে যেন একে অপরকে সহযোগিতা করি।

আরেকটি আহ্বান থাকবে, আজ যেহেতু অভ্যুত্থানের দুটি পক্ষ রয়েছি, তাই তৃতীয় পক্ষ আমাদের মধ্যে উসকানি দেয়ার চেষ্টা করবে। তারা কিন্তু আমাদের বা ছাত্রদলের কেউ না। তারা তৃতীয় পক্ষ। তাদের উসকানিতে যেন আমরা কোনোভাবেই পা না দিই। দলীয় শৃঙ্খলা যেন আমাদের জায়গা থেকে মেইনটেইন করি। 

এমআর/টিকে      


Share this news on:

সর্বশেষ

img
‘আজ কি রাত’ গান ঘিরে এবার চেহারা-চর্চায় তামান্না Aug 03, 2025
img
৫ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ Aug 03, 2025
img
সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণে বিএনপির ৫ সদস্যের কমিটি গঠন Aug 03, 2025
৮ প্রেমিকার পর প্রিয়াঙ্কায় থেমেছেন নিক Aug 03, 2025
img
জাপানের বাজারে স্মার্ট টয়লেট, নজর কাড়ছে প্রযুক্তি Aug 03, 2025
img
আমরা এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না : মির্জা ফখরুল Aug 03, 2025
img
নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন অঙ্কিতা Aug 03, 2025
img
প্রশিক্ষণ নেওয়া ২৬ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Aug 03, 2025
img
বিশ্ব লিজেন্ডস লিগে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত পাকিস্তানের Aug 03, 2025
img
ট্রমায় থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল মাইলস্টোন কলেজ Aug 03, 2025
img
জুলাই জানিয়ে দিয়েছে হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না : এ‍্যানী Aug 03, 2025
বিদ্যা বালানকে সৌন্দর্য বাড়াতে প্রযোজকের সার্জারির পরামর্শ Aug 03, 2025
রাজধানীজুড়ে রাজনৈতিক কর্মসূচির প্রভাব Aug 03, 2025
img
জাপানে ম্যানহোলে পড়ে প্রাণ গেল ৪ শ্রমিকের Aug 03, 2025
img
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব এস এম শাকিল আখতার Aug 03, 2025
img
ফ্লাইট এক্সপার্টের ৩ কর্মকর্তা কারাগারে Aug 03, 2025
img
৫ আগস্ট দেশের সব পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ Aug 03, 2025
img
সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩৫৩ জন Aug 03, 2025
img
পাকিস্তানের স্বাধীনতা দিবস ইভেন্ট নিয়ে বিতর্কে কার্তিক আরিয়ান Aug 03, 2025
img
কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে রেকর্ড পরিমাণ ব্যয় যুক্তরাষ্ট্রের Aug 03, 2025