'জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে'

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সাহস ও শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্ট সবাইকে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

রবিবার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অডিটরিয়ামে তথ্যচিত্র প্রদর্শন, আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, মেধাভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা ত্যাগ শিকার করেছে। শহীদদের আত্মত্যাগ ও আহতদের কষ্ট-যন্ত্রণা আমাদের অনুভব করতে হবে। কিভাবে আহতদের চিকিৎসা হবে, কিভাবে শহীদদের পরিবার ও আহতরা পুনর্বাসিত হবে—এসব বিষয় আমাদের ভাবতে হবে। শহীদদের পরিবার ও আহতদের কাছে আমাদের জবাবদিহি করার সময় এসেছে।

বিগত সরকারের ১৫ বছরের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ওই সময় দেশে কথিত গণতন্ত্র ছিল, কিন্তু আমরা বাক্‌স্বাধীনতা হারিয়েছিলাম। তরুণ সমাজ তাদের ন্যায্য কথা বলতে পারেনি।

জুলাই গণ-অভ্যুত্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর অপেশাদার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তারা নিরস্ত্র ছাত্র-জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। দেশের জন্য আমাদের সন্তানদের আর যেন বুকের তাজা রক্ত ঢেলে দিতে না হয়, সে বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে।

মাহবুবা ফারজানা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহি আচরণ এবং ভিন্নমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা যদি কর্মক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, তাহলে দীর্ঘদিনের গড়ে ওঠা জঞ্জাল দূর করা সম্ভব। তিনি ফ্যাসিবাদমুক্ত একটি সুন্দর দেশ গড়তে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।

এমআর/টিকে   

Share this news on:

সর্বশেষ

img
ছোটবেলার প্রেম ও ভাঙনের স্মৃতি ভাগ করলেন তামান্না Aug 03, 2025
img
পাকিস্তানের অনিশ্চয়তায় সুযোগের মুখে বাংলাদেশ হকি Aug 03, 2025
img
শত্রুকে অবমূল্যায়ন করা আমাদের জন্য বড় ভুল হবে: হাতামি Aug 03, 2025
img
ভিন্ন লুকে চমকে দিলেও প্রশংসা পেলেন না সোহিনী Aug 03, 2025
img
একের পর এক শান্তি প্রস্তাব: ট্রাম্পের চোখ নোবেল পুরস্কারে Aug 03, 2025
img
তাপসের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম Aug 03, 2025
img
জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি Aug 03, 2025
img
ফ্রান্স ও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে চান হকির নতুন কোচ Aug 03, 2025
img
এক দফার প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ: নাহিদ Aug 03, 2025
img
মেসির চোট পাওয়া নিয়ে যা জানা গেল Aug 03, 2025
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের ওপর: দুদু Aug 03, 2025
img
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত Aug 03, 2025
img
‘বাহুবলী’র বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না Aug 03, 2025
img
কিছুদিন আগেও যারা একে অপরকে বেইমান বলেছে, তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায়: নজরুল Aug 03, 2025
img
জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট বিকেলে জাতির সামনে উপস্থাপন Aug 03, 2025
img
ড্যাপ সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১০ আগস্ট Aug 03, 2025
img
রাজশাহীতে বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ মহিষের Aug 03, 2025
img
ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় স্বীকার করলেন নাহিদ ইসলাম Aug 03, 2025
img
শেখ হাসিনা বাংলার ইয়াজিদ, তার বিচার শেষ না করে রাজপথ ছাড়ব না: সামান্তা শারমিন Aug 03, 2025
ফজরের নামাজ না পড়লে যে ৩টি জিনিস হারিয়ে যায় | ইসলামিক জ্ঞান Aug 03, 2025