দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রশিক্ষণ নেওয়া নেতাকর্মীদের মধ্যে ২৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এই তথ্য জানান।
গত ৮ জুলাই এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।
এরপর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয় বলে জানান তিনি।
এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তালেবুর রহমান বলেন, সেখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এমকে/টিএ