চাঁদাবাজির ঘটনার দায় স্বীকার করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা রিয়াদ

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন রিয়াদসহ এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় রিয়াদ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

এছাড়া অপর তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া অন্যরা হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া গতকাল ২ আগস্ট মামলায় গ্রেপ্তার আসামি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি রিমান্ডে আছেন।

এর আগে গত ২৭ জুলাই রিয়াদসহ চারজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া আইনের সংঘাতে জড়িত শিশুকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
এর আগে ২৬ জুলাই রাত সাড়ে ১২টায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন। এতে তিনি ছয়জনকে আসামি করেন। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন- জানে আলম অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুলাই সকাল ১০ টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মি আহম্মেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণাংকার দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ভাইয়ের কাছে থেকে নিয়ে আরও পাঁচ লাখ টাকা প্রদান করেন।

এ ঘটনার পর গত ১৯ জুলাই রাত সাড়ে ১০ টাত দিকে আসামি রিয়াদ ও অপু বাদীর বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়। পরবর্তীতে ২৬ জুলাই বিকেল সাড়ে ৫ টায় আসামি রিয়াদের নেতৃত্বে অপরাপর আসামিরা বাদীর বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন। বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান। তখন আসামিদের দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন। পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে আটক করে এবং ঐ সময় এজাহারনামীয় আসামি কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যান। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
৪৮তম বিশেষ বিসিএসের তৃতীয় ধাপের ভাইভা শুরু ১৭ আগস্ট Aug 03, 2025
‘ছাত্রদল চাইলে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে’ Aug 03, 2025
img
ইনকাম সোর্স থাকলে অভিনয় ছেড়ে দিতাম : অহনা Aug 03, 2025
img
আজারবাইজান থেকে তুরস্ক হয়ে সিরিয়ার গ্যাস আমদানি শুরু Aug 03, 2025
img
শাহরুখ খানের জাতীয় পুরস্কার জয়ে উচ্ছ্বসিত গৌরী Aug 03, 2025
img
বাংলাবান্ধা হয়ে নেপালে গেল আরও ২৩১ মেট্রিক টন আলু Aug 03, 2025
img
গণমানুষের মুখে এখন প্রশ্ন, ক্ষমতা কি সত্যিই পবিত্রতা কেড়ে নেয় : গোলাম মাওলা রনি Aug 03, 2025
img
স্মিথের চোটে ভাগ্য খুলল ফকসের Aug 03, 2025
img
কোথায় গেল সেই নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা : জিল্লুর রহমান Aug 03, 2025
img
২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত শূন্য, মৃত্যু ১ Aug 03, 2025
img
নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Aug 03, 2025
img
দেশের মানুষ বর্তমানে চিকিৎসাসেবায় ভোগান্তি ও বৈষম্যের শিকার: ডা. তাসনিম জারা Aug 03, 2025
img
‘ফাগুন বউ’য়ের পর আবার একসঙ্গে কাজ ছোট পর্দায় Aug 03, 2025
img
৫ আগস্টের কর্মসূচির জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করল সরকার Aug 03, 2025
img
‘রক্তবীজ ২’ কোন চরিত্রে ফিরছেন সীমা বিশ্বাস! Aug 03, 2025
img
নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচ সিলেটে, জানাল বিসিবি Aug 03, 2025
দেশপ্রেমিক কর্মকর্তাদের নির্বাচনে পর্ষদকে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা Aug 03, 2025
img
ঐকমত্য হওয়া প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে কমিশন Aug 03, 2025
ছাত্রদলের সমাবেশে তারেক রহমানকে নিয়ে যা বললেন- মির্জা ফখরুল Aug 03, 2025
কি সতর্ক বার্তা দিলেন `মির্জা ফখরুল’ ? Aug 03, 2025