জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে।
তিনি বলেন, জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তী সরকারকেই বাস্তবায়ন করতে হবে।
রোববার (৩ আগস্ট) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করা হয় সে জন্য বাংলাদেশের জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে।
এদিকে, সমাবেশস্থলে ইতোমধ্যে রাজধানী ও বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শহীদ মিনার প্রাঙ্গণে বড় আকারের কয়েকটি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিওচিত্র।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে তারা ২৪ দফা বিশিষ্ট একটি ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন, যেখানে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোসহ নানা বিষয় উঠে আসবে।
নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি শহীদদের স্বপ্ন বাস্তবায়নের শপথ।
এসএন