বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাব্বির মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে সাব্বির মজুমদারকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম।
জানা যায়, সাব্বির মজুমদার মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের বাসিন্দা। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক এবং পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে নাশকতার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমকে/টিএ